Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাপ্ত প্রশিক্ষণ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প-২০২১ বাস্তবায়নে  আইসিটি অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকাতায় ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে জামালপুর জেলায় ৪৬টি  শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে।  শিক্ষার মান উন্নয়নে এই সকল ল্যাবসমূহের  সুষ্ঠু  পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ট্রাবলশ্যুটিং সমাধানের লক্ষ্যে গত ৪/০৬/২০১৭  খ্রি. তারিখ হতে ১৩/০৬/২০১৭ খ্রি: তারিখ পর্যন্ত দুটি ভেন্যু যথাক্রমে- জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাব ও  জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ Ict  in Education Literacy,Troubleshooting  and Maintenance বিষয়ক ০৫(পাঁচ) দিন করে ৫টি ব্যাচে   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর  এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সমূহে জামালপুর জেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩জন করে সর্বমোট ১৩৮ জন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণসমূহে জনাব প্রকৌশলী মোছা: উম্মে মারজিয়া, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জামালপুর সদর, জনাব মো: খায়রুল বাশার, সহকারী প্রোগ্রার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বকশীগঞ্জ, জামালপুর, জনাব মো: আল আমিন ফারুক, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মেলান্দহ, জামালপুর , মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রশিক্ষক হিসেবে  দায়িত্ব পালন করেন এছাড়াও জেলা সমন্বয়ক হিসেবে  অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এবং সহকারী জেলা সমন্বয়ক হিসেবে- জেলা শিক্ষা অফিসার, সহকারী কমিশনার (আইসিটি) ও সহকারী প্রোগ্রামার (জেলা সদরে দায়িত্বে) দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অতিথি রির্সোস পার্সন হিসেবে জনাব আহমেদ কবীর, জেলা প্রশাসক, জামালপুর  প্রতিটি ব্যাচের সর্বক্ষণ তত্ত্বাবাধায়ন করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3.jpgUntitled-1 copy.jpg